ঐতিহ্যকে সমুন্নত রেখে সিদীপের নতুন ভবনে পিঠা উৎসব
বাঙালি কৃষ্টি ও ঐতিহ্যকে বরাবরই উৎসাহিত করে থাকে দেশের অন্যতম শীর্ষ উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ)। কর্মস্থলের শত ব্যস্ততার মাঝেও সিদীপকর্মিগণ বিভিন্ন পার্বণে বাঙালি লোকজ সংস্কৃতি ও ধারণ করে উৎসবে মেতে ওঠেন। । তারই ধারাবাহিকতায় ২২ ফেব্রুয়ারি, ২০২৪, নতুন সিদীপ ভবনে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব । প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণে সকাল ১১ টায় এই পিঠা উৎসব আয়োজন করা হয়। এ উৎসব উদ্বোধন করেন সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা।
এ সময় তার পাশে উপস্থিত ছিলেন সিদীপ পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান ভুঁইয়া, এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট টিমের সদস্যগণসহ প্রধান কার্যালয়ের সকল সিদীপকর্মী। এ উৎসবের এক পর্যায়ে সিদীপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালকের সহধর্মিণী নাঈমা খাতুন এতে যোগ দিয়ে সিদীপকর্মীদের উৎসাহিত করেন। প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগ নানা রকমের সুস্বাদু পিঠা পরিবেশন করে এবং পরস্পরকে তা পরিবেশন করেন। নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা তাদের স্টলে স্টলে ঘুরে এসব পিঠার স্বাদ গ্রহণ করেন। এরপর সবাই অনাবিল আনন্দে এই পিঠা উৎসব উপভোগ করেন।