সিদীপে যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালিত এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত

বরাবরের মতো এবারও সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) যথাযথ মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালন এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করেছে। ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসে সিদীপের প্রধান কার্যালয়সহ মাঠ পর্যায়ের সব শাখা অফিসে সকল প্রকার আলোকসজ্জা বন্ধ রাখা হয়। সব শাখা অফিসে গণহত্যার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সিদীপ ওয়েবসাইটে ২৫ মার্চ প্রথম প্রহর থেকে গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে সচিত্র ব্যানার প্রদর্শন করা হয়। 
    

মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে ২৫ মার্চ বেলা সাড়ে তিনটায় সিদীপের প্রধান কার্যালয়ের মোহাম্মদ ইয়াহিয়া অডিটরিয়ামে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ প্রতিপাদ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিদীপ পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান ভুঁইয়া, সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা এবং সিদীপের শীর্ষ কর্মকর্তাগণসহ প্রধান কার্যালয়ের সকলে এতে অংশ নেন। এ আলোচনা সভায় প্রতিপাদ্য বিষয়ের ওপর সারগর্ভ বক্তব্য রাখেন জনাব শাহজাহান ভুঁইয়া। 


২৬ মার্চ সূর্যোদয়ের সময় সিদীপ প্রধান কার্যালয় এবং মাঠ পর্যায়ের সব শাখা অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সূর্যাস্তের সময় তা নামানো হয়। সিদীপের মাঠ পর্যায়ের সকল কর্মী স্থানীয় প্রশাসন নির্দেশিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে প্রতিষ্ঠানের কর্মীদের সন্তানদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি প্রদান প্রক্রিয়াও চলমান রয়েছে। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় সিদীপের প্রধান কার্যালয়ে আলোকসজ্জা করা হয় এবং  সিদীপ ওয়েবসাইটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একটি ল্যান্ডিং ব্যানার প্রদর্শন করা হয়।