স্মরণকালের ভয়াবহ বন্যায় বন্যার্তদের পাশে সিদীপ

স্মরণকালের ভয়াবহ আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল তথা চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, লাকসাম ও লক্ষ্মীপুর জেলা প্লাবিত হয়ে ঘর-বাড়ি তলিয়ে গিয়ে মানুষ এক মানবেতর জীবন কাটাচ্ছে । সারা দেশের মানুষ নানাভাবে বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এসেছে । এ সময় মানবতার তরে সিদীপও হাত বাড়িয়েছে সে সকল মানুষের প্রতি । বন্যা দুর্গত এলাকার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে সিদীপ স্বাস্থ্য কর্মসূচির একটি টিম ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে প্রতিনিয়ত বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করে দুর্গতদের সুস্থতা নিশ্চিতকরণে কাজ করছে । 

 

মাধ্যমে প্রতিনিয়ত বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করে দুর্গতদের সুস্থতা নিশ্চিতকরণে কাজ করছে । ২৮শে আগষ্ট ২০২৪ থেকে শুরু করে এখন পর্যন্ত ১০টি আশ্রয়কেন্দ্রে প্রায় ১২০০ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ সরবরাহ করা হয় । এছাড়াও সিদীপের মাঠপর্যায়ে ৩টি জোনের কর্মীরা সিদীপের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে উপহার স্বরূপ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওরস্যালাইন, সাবান, শাড়ি, লুঙ্গি, গামছা ও মহিলাদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি প্যাড পৌঁছে দেয় । উল্লেখ্য যে উক্ত বন্যায় সিদীপের ৬২টি ব্রাঞ্চের কর্ম এলাকার প্রায় ৬৯,৪০৭ জন গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছে ।