শোক বার্তা
July 17, 2025
সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) এর ভাইস চেয়ারম্যান, জনাব শাহজাহান ভুঁইয়া গতকাল ১৬ জুলাই রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি একাধারে একজন লেখক, গবেষক ও উন্নয়ন চিন্তক ছিলেন। তার লেখা বইয়ের মধ্যে Development mosaics, piggyback social marketing Strategy for Health Program এবং An educational Approach to Inclusion and Quality Improvement উল্লেখযোগ্য। তার মৃত্যুতে সিদীপ একজন নিবেদিতপ্রাণ উন্নয়ন বিশেষজ্ঞ ও পরামর্শক হারিয়েছে। সিদীপের জন্য এ ক্ষতি অপূরণীয়। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত ও চিরশান্তি কামনা করছি ।