নাটোরের গুরুদাসপুরে বাঙ্গি বাজারজাতকরণের সিদীপ এর উদ্যোগ

নাটোর জেলার গুরুদাসপুরে বাঙ্গি ও রসুনের ভাল ফলন হয়েছিলো। এখানে চলনালী, পারশিষা, সিধুলী, নারিবাড়ী, দক্ষিণ নারিবাড়ীসহ বিভিন্ন গ্রামে সিদীপের অনেক সদস্য বাঙ্গি ও রসুন চাষের উপর নির্ভরশীল। এজন্য সিদীপ গুরুদাসপুর ব্রাঞ্চ হতে সদস্যরা এসএমএপি প্রকল্পে ঋণ গ্রহণ করেছেন।

প্রত্যেক বছর ঢাকা, নারায়ণগঞ্জ, ভৈরব, সিলেট, বগুড়া, রংপুরসহ বিভিন্ন জেলা হতে বেপারি এসে ট্রাক ভর্তি করে বাঙ্গি কিনে নিয়ে যান। কিন্তু এ বছর করোনা ভাইরাসজনিত সংকটের কারণে বাঙ্গি বিক্রি করতে তারা সমস্যায় পড়েছেন। এমন পরিস্থিতে সিদীপের গুরুদাসপুর ব্রাঞ্চের কর্মীগণ বেপারিদের সাথে ও কয়েকজন ট্রাক ড্রাইভারের সাথে যোগাযোগ করেন। এরপর বেপারিরা স্থানীয় বিকাশের দোকানে টাকা পাঠিয়ে কৃষকদের কাছ থেকে বাঙ্গি কিনতে শুরু করেন।

এখন প্রতিদিন গুরুদাসপুর হতে ২০/২৫টি ট্রাক নিয়মিত বাঙ্গি বহন করে দেশের বিভিন্ন স্থানে যায়। প্রতি বিঘা জমিতে ২০০০/২৫০০টি করে বাঙ্গি উৎপাদিত হয় যা বিক্রি করে চাষীর ৪৫,০০০/৫০,০০০ টাকা আয় হয়। লাভলী, লাইলি, বাদলী, মাসুদা, নুরুন্নাহার প্রমুখ সদস্যগণ এই দুর্যোগ পরিস্থিতিতে বাঙ্গিগুলো বিক্রি করতে পেরে অনেক খুশি।