জুনিয়র অফিসার (অডিট), গ্রেড-১৪

নিয়োগ বিজ্ঞপ্তিঃ  জুনিয়র অফিসার (অডিট), গ্রেড-১৪
Vacancy

08

Job Context
  • `সিদীপ`২৬ বছর যাবৎ আর্থ সামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচনে কাজ করে আসছে এবং প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় কাজ করছে। সিদীপ-এর মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে গ্রামীণ পরিবেশে অবস্থান করে গ্রামীণ জনগোষ্ঠির সাথে কাজ করার মানসিকতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের নিকট থেকে বর্ণিত পদে দরখাস্ত আহবান করা যাচ্ছে। উল্লেখ থাকে যে, নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যে কোন জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
Job Responsibilities
  • সংস্থার ব্রাঞ্চগুলোর অডিট কার্যক্রম সম্পন্ন করে কম্পিউটারে রিপোর্ট- প্রস্তুত করা।
Employment Status

Full-time

Educational Requirements

  • এমকম/ এমবিএ (একাউন্টিং/ফিন্যান্স)
  • সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি অথবা জিপিএ/সিজিপিএ ২.৫০ হতে হবে
  • মাইক্রোফাইনান্স কর্মসুচিতে ন্যুনতম ২ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অডিটর হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলে বিশেষ বিবেচনা করা হবে।

Additional Requirements

  • Age 30 to 40 years
  • নিয়োগপত্র গ্রহণের সময় জামানত হিসেবে ৫,০০০/- টাকা জমা দিতে হবে যা লভ্যাংশসহ ফেরতযোগ্য।
  • কম্পিউটারে রিপোর্ট তৈরি ও অটোমেশনের কাজ জানতে হবে।

Job Location

বাংলাদেশের যেকোনো স্থানে

Salary

  • Tk. 24500 - 29000 (Monthly)
  • ৬ মাস শিক্ষানবিসকালে সর্বসাকুল্যে ২৪,৫০০/- থেকে ২৯,০০০/- টাকা, স্থায়ীকরণের পর মোট ২৮,৯৭০/- হতে ৩৩,৬০৩/- টাকা পর্যন্ত।
Compensation & Other Benefits
  • প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, ভ্রমণ ও খাদ্য ভাতাসহ অন্যান্য সুবিধাদি এবং চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে পরিবারকে ‘মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও কর্মী কল্যাণ তহবিল’ হতে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সুবিধা প্রদান করা হবে।

Compensation & Other Benefits

  • প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, ভ্রমণ ও খাদ্য ভাতাসহ অন্যান্য সুবিধাদি এবং চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে পরিবারকে 'মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও কর্মী কল্যাণ তহবিল' হতে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সুবিধা প্রদান করা হবে।

 

 

Read Before Apply

 

আগ্রহী প্রার্থীগণকে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গীন ছবি, মোবাইল নম্বরসহ আবেদন ও জীবন-বৃত্তান্ত সময়সীমার মধ্যে নির্বাহী পরিচালক বরাবরে বর্ণিত ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পাঠাতে অনুরোধ করা হলো।
খামের উপর পদের নাম লিখতে হবে।
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে ফোনের মাধ্যমে
নির্দিষ্ট তারিখে ইন্টারভিউ'র জন্য ডাকা হবে, এ জন্যে কোনো প্রকার টি.এ/ ডি.এ প্রযোজ্য হবে না।
উল্লেখ থাকে যে, ইন্টারভিউ'র সময় পরীক্ষা পাশের মূল সনদপত্র সহ অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে) দেখাতে হবে ।

*Photograph must be enclosed with the resume.

Apply Procedure

সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস - সিদীপ
সিদীপ ভবন,
হাউজ # ১৭, রোড # ১৩, পিসিকালচার হাউজিং সোসাইটি, শেখেরটেক, আদাবর, ঢাকা।
ভিজিট করুন: www.cdipbd.org

Application Deadline : 25 Mar 2021

Apply From Here