শিক্ষালোক বুলেটিন এপ্রিল - জুন, ২০২১

alt : test.pdf

কাভিড-১৯এর ধাক্কায় আমরা সবাই কমবেশি হিমশিম খাচ্ছি। আমাদের শিক্ষাব্যবস্থাকে বিরাট ধাক্কা সামলাতে হচ্ছে। ভেবে দেখতে হবে ভবিষ্যতে কী করে ক্ষতি পুষিয়ে নেয়া যায়।  পরিস্থিতিতে সিদীপ-পরিচালিত শিক্ষা সহায়তা কর্মসূচির কার্যμমও বন্ধ আছে। তবে আমাদের আড়াই হাজার উঠান স্কুলের শিক্ষাসুপারভাইজার শিক্ষিকাগণ স্বাস্থ্যসচেতনতা সৃষ্টি করে করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে গ্রামের শিশু তাদের অভিভাবকদেরকে উৎসাহিত করছেন।