নানা আয়োজনে সিদীপের স্বাধীনতা দিবস উদযাপন

বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করেছে সিদীপ। এদিন সূর্যোদয়ের পরপরই সিদীপের প্রধান কার্যালয় এবং শাখা অফিসসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শাখা অফিসগুলোর সিদীপ কর্মীরা স্থানীয় প্রশাসন আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন এবং স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে পুষ্পার্ঘ্য অর্ণ করেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৪ মার্চ, ২০২২ বিকেল সাড়ে তিনটায় সিদীপের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী এতে অংশ নেন। পুরো অনুষ্ঠান সঞ্চালন করেন  এসিস্ট্যান্ট ম্যানেজার, রিসার্চ অ্যান্ড পাবলিকেশন জনাব আলমগীর হোসেন খান। সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা বিশেষ কাজে অফিসের বাইরে অবস্থান করলেও জুমে এ অনুষ্ঠানে শরিক হয়ে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুরে ধরে বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন সিদীপের পরিচালক (ফিন্যান্স অ্যান্ড অপারেন্স) জনাব এস এ আহাদ, ইনফরমেশন অ্যান্ড কো-অর্ডিনেটর অফিসার জনাব মোহাম্মদ আলী এবং জুনিয়র অফিসার (এমআইএস) বাবু মিঠুন চন্দ্র দেব। এর পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কবিতা আবৃত্তি করেন অ্যাসিসট্যান্ট অফিসার শারমিন সুলতানা, জুনিয়র অফিসার (এমআইএস) মিঠুন চন্দ্র দেব এবং সরচিত কবিতা আবৃত্তি করেন সিনিয়র অফিসার (রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন) মনজুর কাদের আজাদ। একক গান পরিবেশন করেন প্রোগ্রাম কোঅর্ডিনেটর ( অপারেসন্স) জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহিদুল ইসলাম, ম্যানেজমেন্ট ট্রেইনি তাওহিদুন্নবী, অফিসার (পারসোনেল) অভিব ইকবাল, জুনিয়র অফিসার (এমআইএস ) নূরুন্নাহার নিশি। নৃত্য পরিবেশন করেন অফিসার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) পুবালি রানী সূত্রধর ও জুনিয়র অফিসার (এমআইএস ) আফরিন হোসেন ফারিতা। সমবেতকণ্ঠে ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানটি পরিবেশনের মাধ্যমে এ অনুষ্ঠান শেষ হয়।